রবীন্দ্রনাথ ও নজরুলের গানে উদ্বুদ্ধ হয়ে তালা ভেঙেছি : রিজভী

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি গানে উদ্বুদ্ধ হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের তালা ভাঙার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনাটিকে নিয়ে রসিকতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেছেন, ওনার দিল হ্যায় হিন্দুস্তানি। গতকাল রোববার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের চারদিন পর রিজভীর নেতৃত্বে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের তালা ভাঙার পর এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। বিএনপির অভিযোগ, ২৮ অক্টোবর তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এই তালা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঢাকা মহানগর পুলিশ পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে বলেছে, বিএনপি কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগই ওই তালা ঝুলিয়েছিলেন। খবর বিডিনিউজের। একই অভিযোগ এদিন আবারও তুলে ধরে রিজভী বলেন, আপনারা গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন, আপনারা জানেন কীভাবে লাল ফিতা দিয়ে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। সেটার পর প্রচণ্ড দমনপীড়নের মধ্য দিয়ে তারা একতরফা নির্বাচন করেছে। তালা ভেঙে কার্যালয়ে ঢোকার বিষয়ে তিনি বলেন, আমরা রবীন্দ্রনাথের ওই গানে উদ্ধুদ্ধ হয়েছি, ‘বান ভেঙে দাও, বান ভেঙে দাও’। এই গানে উদ্ধুদ্ধ হয়ে আমরা তালা ভাঙতে এসেছি আর জাতীয় কবি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট’, এই দুই মহাকবি, বিখ্যাত কবির গান আমাদেরকে উদ্ধুব্ধ করেছে এই স্বৈরাচারী সরকারের তালা ভাঙতে।= টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান রিজভী। তিনি বলেন, তিনি দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজি ঢংয়ে পেয়ারা হিন্দুস্তানের হিন্দি গান শোনাচ্ছেন, রবীন্দ্রসংগীত শোনাচ্ছেন। আমাদের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়টি নিয়ে এটা বলেছেন যে, এক কামরা ম্যায় বন্ধ হো, চাবি খো গ্যায়া। প্রধানমন্ত্রীর হিন্দি গানের প্রতি খুব অনুরাগ। উনার মন তো সবসময় ‘দিল হ্যায় হিন্দুস্তানি’, এই হয়ে আছে। নির্বাচন শেষে আওয়ামী লীগ কৃত্রিম আনন্দফুর্তিতে মেতে থাকার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রতিনিয়ত ক্ষমতার ভয় তাড়া করছে। দ্বাদশ সংসদ নির্বাচন দেশেবিদেশে গ্রহণযোগ্যতা পায়নি বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৮ মামলায় আমীর খসরুর জামিন শুনানি ১৭ জানুয়ারি
পরবর্তী নিবন্ধনতুন করে নির্বাচন মামা বাড়ির আবদার : কাদের