রবীন্দ্রনাথের রাজা ১ ও ২ অক্টোবর

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫৫ পূর্বাহ্ণ

তির্যক নাট্যদল প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ টিআইসি মিলনায়তনে আগামী ১ ও ২ অক্টোবর প্রতিদিন সন্ধ্যে সাতটায় পরিবেশিত হবে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে। দীর্ঘ আঠারো মাস পর নাট্যমঞ্চে আলো জ্বেলে ফিরে আসছে তির্যক। তির্যক নাট্যদলের এগিয়ে চলার ৪৮ বছরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ নাটকের নবরূপে প্রথম মঞ্চায়ন আগামী ১ অক্টোবর ২০২১ শুক্রবার, সন্ধ্যে ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে পরিবেশিত হবে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘রাজা’ নাটকটির নিয়মিত প্রদর্শনী চলবে। এই নাটকে অভিনয়ে রয়েছেন – সুজিত চক্রবর্ত্তী, শায়লা শারমিন স্বাতী, লাকী মল্লিক, মাহবুবুল ইসলাম রাজিব, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, রোজিনা আকতার নিঝুম, ফারজানা ইসলাম টিনা, বিভোর সা’দ অপূর্ব, মিখাইল মোহাম্মদ রফিক, সালমা চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী, আবির কিশোর, অজয় ত্রিপুরা, সানজিদা আক্তার রূপা ও জুয়েল চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার ফেলুদা হচ্ছেন পরমব্রত
পরবর্তী নিবন্ধআসছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’