রবীন্দ্রজয়ন্তীতে ১৪ কণ্ঠে ‘একলা চলো রে’

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

রবীন্দ্রজয়ন্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘একলা চলো রে’ নতুনভাবে উপস্থাপন করছেন ১৪ জন সংগীতশিল্পী। খবর বিডিনিউজের।

মিউজিক আলফার আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, শান সায়েক, সুমী শারমীন, নির্ঝর চৌধুরী, শিলা দেবী, তামান্না প্রমি, বনি, স্নিগ্ধা জামান, অন্তর রহমান, যোবায়ের শাওন, শিমুল কুমার, জুয়েল রানা, কানিজ খন্দকার মিতু ও শামামা তাহমিদ।

শান সায়েকের সংগীতায়োজন ও নির্দেশনায় তৈরি এই গানে একদিকে রয়েছে বহুকণ্ঠের ঐক্য, অন্যদিকে আধুনিক সংগীতের আবহে পুরনো গানের নতুন রূপ। শান সায়েক বলেন, আমরা চেয়েছি ‘একলা চলো রে’ গানটির মধ্য দিয়ে একা থেকে একসাথে এগিয়ে যাওয়ার যে শক্তি তা বহু কণ্ঠের মিলনে তুলে ধরতে। গানের শুরুতে রবীন্দ্রনাথের কবিতার অংশ আবৃত্তি করেছেন ওয়ালিদ হাসান।

ঢাকার নিকেতনের লেন্স বক্স স্টুডিওতে ধারণ করা এই ভিডিওটির সিনেমাটোগ্রাফি করেছেন আলামিন হোসাইন। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড ও মিউজিক আলফা প্রযোজিত গানটি প্রকাশ পাবে মিউজিক আলফার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ এবং আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

পূর্ববর্তী নিবন্ধতীরে গিয়ে তরী ডুবালো টাইগার ইমার্জিং নারীরা টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতল দ. আফ্রিকা
পরবর্তী নিবন্ধবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন