রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা আগামী ৪ নভেম্বর থেকে

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রবি আজিয়াটা কোম্পানির পৃষ্ঠপোষকতায় ও দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ বিতর্ক আয়োজন রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। এবারের আয়োজনের মধ্যে রয়েছে ২৮তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ১৮তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

বিতর্ক প্রতিযোগিতা সফল করতে আগামী ১ নভেম্বর দুপুর ১২টায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কুল প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা নগরীর জেলা শিল্পকলা একাডেমী গ্যালারি হলে অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ৪ নভেম্বর সকাল ৯.৩০টায় প্রতিযোগিতার উদ্বোধন হবে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে। স্কুল ও বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের দৃষ্টি চট্টগ্রামের মেহেদীবাগস্থ অফিসে অথবা ০১৮৫৫২১২৭০৫ (মুন্না মজুমদার), ০১০১৯৫১০৫৯৫৩৯ (হোসাইন সামী), ০১৮৩৭০২২২৫৪ (হাসান মাহাদী) এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের পুষ্টি ও মূল্যায়ন বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে ইটিই বিভাগের দশম বর্ষপূর্তি উৎসব শুরু