রবি দৃষ্টি ডিবেট চ্যামিপয়নশীপ রাঙামাটি পর্বের উদ্বোধন

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপে রাঙামাটি পর্বের প্রতিযোগিতা গতকাল শনিবার রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার ও রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, যুগ্ম সমপাদক রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সমপাদক মুন্না মজুমদার, বাংলাদেশ ডিবেট ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ফজলে রাব্বী, বিতর্ক সমপাদক হোসাইন সামি ও রাঙামাটি পর্বের সহ সমন্বয়কারী হাসান মাহাদী দিপু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাজমা বিনতে আমিন বলেন, বিতর্ক হচ্ছে সমাজের মুক্তির হাতিয়ার। বিতর্কের চর্চা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সভাপতির বক্তব্যে সভাপতি সাইফ চৌধুরী বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিল্প। এই শিল্পে যদি তোমরা নিজেদের দীক্ষিত করতে পারো, তাহলে একই সঙ্গে তোমাদের ভেতরে জন্ম নেবে জ্ঞানতৃষ্ণা, যুক্তিবোধ, পরমতসহিষ্ণুতা, মতপ্রকাশের স্বাধীনতা, সর্বোপরি গণতান্ত্রিক চেতনা। প্রতিযোগিতায় রাঙামাটির ১২টি স্কুল অংশগ্রহণ করে। উল্লেখ্য, রবি দৃষ্টি ডিবেট চ্যামিপয়নশীপের এবারের পর্বে চট্টগ্রাম, কঙবাজার ও রাঙামাটি জেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধহস্তান্তর হলো র‌্যানকন প্রপার্টিসের প্রকল্প ‘পার্ক উইন্ডসর’