সাহিত্যাকাশে রবির প্রভাব
ভীষণভাবে জাগায় দোলা,
এমন প্রতিভা কালে ভদ্রে জন্মায়,
তাঁর সৃষ্টি যায় না ভোলা।
গদ্য, পদ্য, গান, নাটকে
কোথায় নেই তাঁর দ্যুতি!
সাহিত্যে তিনি চির অমলিন
ছড়ান সেরা জ্যোতি।
নোবেল বিজয়ী এই মহান কবি
শ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি,
গীতবিতান তাঁর অমর সৃষ্টি
সেজন্য দান করি পুষ্পাঞ্জলি।
অনন্য সৃষ্টির জন্য তিনি
উপাধি পান বিশ্বকবি,
জাতীয় সংগীতও তার রচিত
তিনি আঁকতেন অনেক ছবি।
আমরা গর্বিত রবিকে পেয়ে
তিনি আমাদের গরব,
তাঁর জন্মদিনে নানা আয়োজনে
সাহিত্যপ্রেমী হয়েছেন সরব।
তাঁর সৃষ্টি চির জাগরুক
শ্রদ্ধা তাঁর জন্য,
তিনি আমাদের অমূল্য রতন
জাতি তাঁকে পেয়ে ধন্য।