রবি গ্রাহকরা পাচ্ছেন হইচইয়ের প্রিমিয়াম অ্যাক্সেস

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের প্রিমিয়াম অ্যাক্সেস উপভোগ করার সুযোগ পাচ্ছেন রবির গ্রাহকরা। নির্দিষ্ট ডাটা বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে এই সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। হইচইয়ের প্রিমিয়াম অ্যাক্সেস গ্রাহকদের ডাটার চাহিদা বিবেচনা করে দুটি বিশেষ প্যাক ডিজাইন করা হয়েছে। একটি হল ৭ দিন মেয়াদসহ ১৮৯ টাকায় ১৫জিবি এবং অন্যটি ৩০ দিন মেয়াদসহ ৩৬৯ টাকায় ১২জিবি ডাটা। গ্রাহকরা তাদের যেকোন প্রয়োজনে এই ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা হইচই মোবাইল অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল, কম্পিউটার, স্মার্ট টিভিতে নির্ধারিত ডাটা প্যাক কিনে মুভি, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওসহ প্ল্যাটফর্মটির সমৃদ্ধ কনটেন্ট লাইব্রেরি উপভোগ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাটখালীতে আধুনিক জেটি স্থাপন করা হবে
পরবর্তী নিবন্ধইসলামের খেদমতে বিরামহীনভাবে কাজ করছে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী