দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ ক্যাম্পেইন শুরু করল রবি। এই ধরনের উদ্যোগ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার পৌঁছে দিতে ক্যাম্পেইনটি হাতে নিয়েছে অপারেটরটি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের ছয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করবে রবি। ক্যাম্পেইনটির সকল ব্যয় বহন করছে অপারেটরটি। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে ক্যাম্পেইনের আওতায় মাই রবি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকদেরও অনুদান প্রদানের সুযোগ রয়েছে।
ক্যাম্পেইনটি সম্পর্কে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, একটি সামাজিক দায়বদ্ধ কোম্পানি হিসেবে পবিত্র রমজান মাসে এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করতে পারায় আমরা আনন্দিত। দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে একটি শীর্ষস্থানীয় জাতীয় ব্র্যান্ড হিসেবে আমরা মনে করি, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদেরও অনুদান প্রদানের সুযোগ দিতে পারায় আমরা গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।