রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি

ঈদে মিলাদুন্নবীর (দ.) বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রবিউল আউয়ালকে (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস) স্বাগত জানিয়ে চট্টগ্রামে র‌্যালি করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ হতে বাদ আসর এ র‌্যালি শুরু হয়ে জামালখান প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে মিছিল সহকারে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীরা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমবেত হতে থাকেন।

র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামীন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র মাহে রবিউল আউয়াল। সৃষ্টির মূল রহস্য রাসুলে করীমের (🙂 এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত। আর এ নেয়ামত প্রাপ্তিতে পবিত্র কোরআনে করীমে শোকরিয়া আদায়ের মাধ্যমে সাফল্য অর্জনের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রিয় নবীর ৪০তম আওলাদ, গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ১৯৭৪ সালে পবিত্র জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) গোড়াপত্তন করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। বক্তারা আনজুমান ট্রাস্টের উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ০৯ই রবিউল আউয়াল রাজধানী ঢাকায় এবং ১২ই রবিউল আউয়াল বন্দর নগরী চট্টগ্রামে ৫২তম জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান।

বক্তারা এই জশনে জুলুছের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান।

মহানগর গাউসিয়া কমিটির সহসভাপতি আলহাজ্ব সেকান্দর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় র‌্যালি উদ্বোধন করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন আল্লামা শাহ নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা ইলিয়াস আলকাদেরী, আল্লামা হাসান আযহারী, মাওলানা গোলাম রাব্বানী কাশেমী, মাওলানা মুনির উদ্দিন সোহেল, মাওলানা ছালামত আলী, খন্দকার এরশাদুল আলম হীরা, মুহাম্মদ মঈনুদ্দিন হালিম, মুহাম্মদ ওয়াহিদ মুরাদ, ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা, আলহাজ্ব আবুল বশর, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ সরদার, মকবুল আহমেদ খান, সালামত উল্লাহ, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ মুজাহের, মুহাম্মদ মঞ্জুরুল আলম, মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ সাহাব উদ্দিন, মুহাম্মদ ইলিয়াস মুন্সি, মুহাম্মদ আবদুল করিম সেলিম, মাওলানা জালাল উদ্দীন মানিক, নুর মুহাম্মদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, মুহাম্মদ আলম আবদুল্লাহ, মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ বাহাউদ্দীন ফারুক মুন্না, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ জোবায়েদ উদ্দিন টুটুল, মুহাম্মদ এয়াকুব চৌধুরী, মুহাম্মদ হায়দার আলী, মাওলানা নঈম উদ্দিন, আবুল মনসুর সিকদার, মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ শাহজাহান, কে এম নুরুদ্দিন, মুহাম্মদ হামিদ, রেজাউল হোসাইন জসিম, আলহাজ্ব জহুর আলম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ জোনাঈদ, মুহাম্মদ মুসলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ যেন দ্রুত পুলিশি সেবা পায় আমরা সেই চেষ্টা করছি
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনার হাসিব আজিজের যোগদান