রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শোভাযাত্রা

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি চাঁন্দগাও : গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁন্দগাও থানাধীন ৪নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রবিউল আউয়াককে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ২২ সেপ্টেম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা জালাল উদ্দীন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ। প্রধান বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে আলোচনা করেন, মুহাম্মদ মহিউদ্দিন, সেলিম উদ্দীন, হারুনুর রশীদ, মুহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গী আলম, মুহাম্মদ এসকান্দর, মুহাম্মদ ফারুক, আল আমিন, নুরুল ইসলাম সাগর, আবুল মনসুর সিকদার, জাকের হোসেন প্রমুখ। সিএন্ডবি মোড় হতে সমাবেশ শেষে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট এসে র‌্যালি শেষ হয়।

বোয়ালখালীতে গাউসিয়া কমিটি : গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভার ব্যাবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) কে স্বাগত জানিয়ে মোটরশোভাযাত্রা গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জশনে জুলুছটি সকাল ১০টায় মীরপাড়াস্থ বোয়ালখালী কেন্দ্রীয় খানকাহ হতে শুরু হয়ে শাকপুরা চৌমুহনী, গোমদন্ডী ফুলতল, উপজেলা সদর, কানুনগোপাড়া, দাশের দিঘী হয়ে কড়লডেঙ্গা গাউসিয়া তৈয়বীয়া আজিজিয়া মাদরাসা ময়দানে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালীর সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান আলোচক ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এমএ মন্নান, উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান কেবিনেট আব্দুস ছত্তার চৌধুরী, ভাইচ চেয়ারম্যান এসএম সেলিম, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান, মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন, কাজি ওবায়দুল হক হক্কানি, শেখ সালাহউদ্দিন, মাহবুবুল আলম এম কম, আজিজুল হক মেম্বার, মুহাম্মদ ইদ্রিস বিএ, মোহাম্মদ আলী। সৈয়দ ফখরুদ্দীন ও মহিউদ্দীন আলকাদেরীর যৌথ সনঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা জাহেদুল হক তালুকদার, এসএম মমতাজুল ইসলাম, আলম খান, জানে আলম, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, নুরুল হক চিশতী, ফজলুল কবির, দিদারুল ইসলাম, আলহাজ্ব ইসমাইল সিকদার, মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

সীতাকুণ্ড গাউসিয়া কমিটি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে সমাবেশ ও মোটর শোভাযাত্রা ও জশনে জুলুছ সীতাকুণ্ড গাউছিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। গতকাল জুমার নামাজের পর থেকে সীতাকুণ্ডের কুমিরা ডিএবি ফিলিং স্টেশনে, নবী প্রেমিকদের এক মিলনমেলা হয়। শোভাযাত্রাটি সিটি গেইট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলাদকিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, ডক্টর কামাল উদ্দিন আজহারী, আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল আলীম রেজভী, মুহাম্মদ সাইফুল আলম, মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, জসিমউদ্দিন, নাজিম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, রেহান উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন। পরিশেষে মুনাজাত পরিবেশন করেন হজরতুলহাজ্ব মুহাম্মদ ইউনুস রজভী।

রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্টযুবসেনা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে এই স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু করে বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ করে পোমরা বুড়ির দোকান এলাকার একটি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে দুই শতাধিক মোটরসাইকেলসহ কয়েক শতাধিক বিভিন্ন যানবাহনে যোগে কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ্‌ নেছারী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (মা.)। স্বাগত বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন। প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি সাইফুল ইসলাম আলকাদেরীর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আবু তৈয়্যব চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলক্বাদেরী, অধ্যক্ষ মাওলানা জরীফ আলী আরমান, মাওলানা ইকবাল হোসাইন আলক্বাদেরী, এইচ এম শহিদুল্লাহ, মাওলানা করিম উদ্দিন হাছান, মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, মুহাম্মদ আক্তার হোসেন, মুহাম্মদ আব্দুল খালেক, মাওলানা নাছির উদ্দিন নাহিদ, মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর শাখা : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ঈদে আজম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় উক্ত শোভাযাত্রায় সভাপতিত্ব করেন হালিশহর থানা শাখার আহ্বায়ক নাফিস মোবাররত। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা রেজাউল কায়সার, সাবিনা সাদাত সাফা। আরও উপস্থিত ছিলেন আজিজ মাবরুর, আরিফ আল আহসান, লুৎফুর রহমান লিটন, আশরাফ আলম, আমির হোসেন, মইনুদ্দিন মনি, নুরুল করিম, সাইফুল ইসলাম, হুসনে আরা কুসুম, কামরুন নাজাত, ফাতেমা ইফতেখার লীজা, শাহানা আক্তার পারুল, রাবেয়া মোবাশশেরা প্রমুখ। এতে নেতৃবৃন্দ বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলা্‌ইহে ওয়াসাল্লাম এর মোবারক শুভাগমন মহান ঈদে আজমই ঈদুল ফিতর ও ঈদুল আজহা ও মুমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল উৎস।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত ভূজপুর শাখা : ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশএর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার নেতৃত্বে ফটিকছড়ি ভূজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বের করা হয়। গত ২১ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জমা’আত ভূজপুর শাখার উদ্যোগে জশনে জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, মহানবী (.) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ স্বরূপমাহফিলে প্রিয় নবীর (.) জীবন কর্ম দর্শনের ওপর আলোচনায় অংশ নেন, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা এনাম রেজা কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মুহাম্মদ বেলাল, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ তারেকুল আলম, মাওলানা ইয়াকুব কাদেরী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, আবদুল্লাহ আল নোমান, মুহাম্মদ আরমান আহমেদ, মুহাম্মদ এরশাদ সিকদার, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ আজম, মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ রাহাত, মুহাম্মদ কাজী আরমান, মুহাম্মদ মানিক। মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)

ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়ন গাউসিয়া কমিটি : ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্‌যাপন উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কাঞ্চন নগর ইউনিয়নের মধ্য কাঞ্চন নগর রাজারাস্তা বাজার থেকে এক বর্ণাঢ্য জুলুস ও আলোচনা সভা মাস্টার মুহাম্মদ জাগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডা. মুহাম্মদ ইলিয়াছ ও মাস্টার মুহাম্মদ মজাহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী। জুলুসে কাঞ্চন নগর ইউনিয়ন গাউসিয়া কমিটির ৯টি ওয়ার্ড ও ৩ টি ইউনিটের কর্মিসহ প্রত্যন্ত অঞ্চল হতে আগত হাজার হাজার নবী প্রেমিক মুসলমানগণ রং বেরংয়ের কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ব্যানারসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কাঞ্চন নগরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ শেষে দক্ষিণ কাঞ্চন নগর জনতা বাজারে শেষ হয়। আলোচনা শেষে মিলাদ কিয়াম করে দেশ ও জাতির কল্যানে মুনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা আবুল মনচুর, মাওলানা মহিউদ্দিন, মাওলানা, শহিদুল্লাহ, মাওলানা ইছা আহমদ, মাওলানা মইন উদ্দীন, মাষ্টার মুহাম্মদ আবদুল মোনায়েম, মোঃ জসিম উদ্দিন, হাফেজ হাসান রেজা, মাওলানা শামসুল আলম, মাওলানা মামুনুর রশীদ, মুহাম্মদ হাসেম মেম্বার, মুহাম্মদ জয়নাল আবেদীন সালাউদ্দিন, মুহাম্মদ ইউচুপ আহমেদ, মুহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১২ দিন আগে বের হয়ে ঘরে ফিরেনি শিশুটি
পরবর্তী নিবন্ধসরকারি দলের ইশতেহারে ৭ দফার বাস্তবায়ন চাই