বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও চিকনদন্ডী ইউনিয়নে উদ্যোগে ১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান আল্লামা ছালেহ আহমদ আনসারী, আল্লামা রফিকুল ইসলাম নেজামী, আল্লামা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, সৈয়দ মফজল আলম, সৈয়দ হাসান মাসুদ মেম্বার, আলী ফারুক চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, গিয়াস হিরো, আবু তাহের, রফিকুল ইসলাম, শওকত আলী, মাওলানা সৈয়দুল আলম বাহারী, জিসান চৌধুরী, আবু নাজেম, নুরুল ইসলাম, মোহাম্মদ বাহাদুর, আজগর, ওসমান মুন্সি, মোহাম্মদ আজিম, নেজাম, ইসলামিয়া ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমদাদুল ইলসাম, চট্টগ্রাম মহানগর সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, হাটহাজরী উপজেলা সভাপতি কাজী আসাদুজ্জামান, ইউনিয়ন নেতা রিগ্যান, মিলন, জীবন, সরওয়ার, মহিউদ্দিন, আরাফাত, জোবায়ের, সায়েম, জাওয়াদ, সায়েদ, রিয়াদ, রাকিব প্রমুখ।
দাওয়াতে ইসলামী : দাওয়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ১৪৪৫ হিজরি বছরের পবিত্র রবিঊল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বন্দর নগরীর দামপাড়া, ওয়াসায় অবস্থিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর জুলুস বের হয়। উক্ত স্বাগত জুলুস নগরীর কাজির দেউরি হয়ে জামালখান প্রেস ক্লাবে গিয়ে দোয়া –মোনাজাত এবং মিলাদ–কিয়ামের মাধ্যমে শেষ হয়। স্বাগত জুলুসে সদারত করেন দাওয়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটির বহির্বিশ্ব বিষয়ক সম্পাদক মোঃ কামাল আত্তারী, সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর নিগরান (সভাপতি) মুহাম্মদ শওকত আলী আত্তারী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় নিগরান রবিউল হাসান আবেদীন কাদেরী, কেন্দ্রীয় কমিটির এইস আর ডিপার্টমেন্টের নিগরান মোঃ বাহাদুর আত্তারী সহ চট্টগ্রাম মহানগরীর চারটি জোনের নিগরান, থানা নিগরান সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট থেকে আগত অসংখ্য ধর্ম –প্রাণ মুসলমানবৃন্দ।
পটিয়ায় গাউসিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, পবিত্র মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামিম, সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রধান ফকিহ মুফতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ আল কাদেরী। উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার। বক্তব্য রাখেন শওকত আলী চৌধুরী, মাহবুুবুল আলম চেয়ারম্যান, ডা: আবু সৈয়দ, মৌলানা নজির আহমদ, আবু নাছের, আবু ইউসুফ, ইঞ্জিনিয়ার আবদুল মালেক, যুগ্ম সম্পাদক কাজী নুরুল আবছার, শফিকুল ইসলাম, ডা: শাখাওয়াত হোসাইন হিরো, জাকির হোসেন, নুরুল আবছার, কাজী আবু মহসিন, হাজী সাইফুল ইসলাম, হাফেজ মৌলানা আবদুল মান্নান, আবুল হোসেন, শাহ ইসলাম, হারুন সওদাগর, আবুল হায়াত, নুরুল আমিন, হাসমত আলী, জাফর আলী, আবু নোমান, আবদুর রহিম, আশরাফ আলী, আবদুর রাজ্জাক, মুহাম্মদ মামুন প্রমুখ।
রাঙ্গুনিয়ায় গাউসিয়া সমিতি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষে জশনে জুলুস র্যালি আগামী ১৮ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে। জুলুসে নেতৃত্ব দেবেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা শাহছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ)।
এদিলে জুলুসকে সফল করতে প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার রাতে পশ্চিম পোমরা শামসুল উলুম মছিহিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ)। গাউসিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পোমরা ইউনিয়নের সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মো. ছাবের, শাহাবুল আলম, মাওলানা আব্দুল গফুর, ফজলুল করিম নঈমী, মাওলানা ইয়াকুব, মাওলানা জাহেদুল ইসলাম, নুর মোহাম্মদ, নূর আলী প্রমুখ। জুলুস সফল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।












