রফিক উল্লাহ

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবীণ সদস্য ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য রফিক উল্লাহ গত ১৪ জুলাই দিবাগত রাত ২টায় বার্ধক্যজনিত কারণে নোয়াখালীর দিঘলী বাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।

এদিকে রফিক উল্লাহর মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সম্পাদক ওসমান গনি টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন, সহ সভাপতি দাউদুল ইসলামসহ ইউনিয়ন সমিতির সকল সদস্যবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিটু কুমার শীল
পরবর্তী নিবন্ধলেখক নুর আল আলম