রফিক আহমদ

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

সাবেক সরকারি কর্মকর্তা রফিক আহমদ (৮৭) গত মঙ্গলবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি ৪ মেয়ে ও ৫ নাতিনাতনি রেখে যান।গতকাল বাদ জোহর আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কর্মজীবনে রফিক আহমদ পরিকল্পনা কমিশনের সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া নিজ গ্রামে গণপাঠাগার প্রতিষ্ঠাসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি চট্টগ্রাম পৌরসভায় সাবেক চেয়ারম্যান মরহুম নুর আহমদের ছোট জামাতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরূপায়ন লালা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ ইদ্রিস মিয়া