ফটিকছড়ির রোসাংগিরিতে রফিকুল আনোয়ার স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট গত ১৯ মার্চ উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করে সামাজিক সংগঠন মুক্তকণ্ঠ পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন রোসাংগিরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। সংগঠনের সভাপতি ফোরকান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলাউদ্দীন, এসকান্দর মজুমদার, মুবিন শাহ, ইউপি সদস্য শফিকুর রহমান প্রমুখ। খেলায় ৫ নং ওয়ার্ড একাদশকে টাইব্রেকারে হারিয়ে ২ নং ওয়ার্ড একাদশ জয়লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।