ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গত শনিবার বিকেলে ফটিকছড়ি পৌরসদরে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আ. লীগের সহ-সভাপতি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, আবু তালেব চৌধুরী, নাজিম উদ্দীন মুহুরী, আবুল বশর। উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বখতেয়ার সাঈদ ইরান, রেজাউল, সাহেদুল আলম সাহেদ, মাইনুল করিম সাউকি, গিয়াস উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, রফিকুল আনোয়ার ছিলেন একজন নিবেদিতপ্রাণ ত্যাগী সমাজ সেবক। রাজনীতিকে তিনি সমাজ বদলের হাতিয়ার হিসেবে গড়ে নিয়েছিলেন।












