রফিকুল আনোয়ারের বিত্তের চেয়েও চিত্ত অনেক বড় ছিল

উত্তর জেলা আওয়ামী লীগের স্মরণসভায় সালাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, সমাজে বিভিন্ন পর্যায়ের নেতা দেখা যায়, রফিকুল আনোয়ারের মত জনদরদী নেতা সমাজে খুব কমই দেখা যায়। তিনি ফটিকছড়ির গণমানুষের নেতা ছিলেন। তার মতো কর্মীবান্ধব নেতা এই সময়ে বিরল। তিনি ফটিকছড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান-মাদ্রাসাসহ অনেক স্থাপনা করে গেছেন এবং অকাতরে দান করে গেছেন। সকল শ্রেণি ও পেশার মানুষের সাথে অতি সহজে মিশে যেতে পারতেন। তার বিত্তের চেয়েও চিত্ত অনেক বড় ছিল। উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের নবম মৃত্যুবাষিকী উপলক্ষে গতকাল সোমবার উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্মসাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে স্মরণসভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, বেদারুল আলম চৌধুরী বেদার, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, মো. সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, আখতার হোসেন খান, মো. ইসমাঈল, মনজুর মোর্শেদ ফিরোজ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা অ্যাড. বাসন্তী প্রভা পালিত, শেখ ফরিদ চৌধুরী, অ্যাড. জুবাঈদা সরোয়ার নিপা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএমসি ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমাদক মামলায় পরীমণির স্থায়ী জামিন