উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন, দেশ ও সমাজে নেতার অভাব নেই, কিন্তু রফিকুল আনোয়ারের মতো জনদরদী নেতা খু্ঁজে পাওয়া বড়ই দুষ্কর। তিনি এমন একজন নেতা ছিলেন যার বৃত্তের চেয়েও চিত্ত ছিলো অনেক বড়। এক কথায় রফিকুল আনোয়ার ছিলেন ফটিকছড়ির গণ মানুষের নেতা।
গতকাল বুধবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ১১তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণসভায় সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, দেশ বিরোধী একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপদেষ্টা অ্যাড. এম এ নাসের চৌধুরী, মো. মহিউদ্দিন, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ, মো. ইসমাঈল, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, শফিকুল ইসলাম, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, সাদাত আনোয়ার সাদী, হারুন অর রশীদ, অ্যাড. জুবাঈদা সরোয়ার নিপা, ফয়েজ আহমদ বাদল, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।