রফিকুজ্জামান লিমন

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ভিডিও এডিটর মো. রফিকুজ্জামান লিমন (৪৪) গতকাল শনিবার রাত আড়াইটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজিউন)। গতকাল বাদ জোহর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নগরীর আকবর শাহ এলাকায় দ্বিতীয় জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ভিডিও এডিটর মো. রফিকুজ্জামান লিমনের অকাল মৃত্যুতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিবার গভীর শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজল কান্তি দাশ
পরবর্তী নিবন্ধইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই