রফিকা বেগম

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডাঃ মামুনুল ইসলাম চৌধুরীর মাতা রফিকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল রবিবার সকাল ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদে মাগরিব উপজেলার পশ্চিম সাধনপুর ঈদগাহ ময়দানে এ জানাজা সম্পন্ন হয়। মরহুমা রফিকা বেগমের ভাগিনা জানাজার নামাজে ইমামতি করেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মহিউল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল প্রচার সম্পাদক নুরুল আলম, বাঁশখালী থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস এম তৈয়ব, বিএনপি নেতা সাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধনুরুল কবির