রপ্তানি আয়ে ১ টাকা, রেমিটেন্সে ৫০ পয়সা বাড়ল ডলারের দর

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করতে একাধিক দর একটিতে নিয়ে আসার কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের অংশ হিসেবে রপ্তানি আয়ে ডলারের দর বাড়ল এক টাকা। আজ মঙ্গলবার থেকে রপ্তানি আয়ে ডলারের বিনিময় হার হবে ১০৮ টাকা ৫০ পয়সা, যা গত ১ জুলাই থেকে ছিল ১০৭ টাকা ৫০ পয়সা। গতকাল রাতে এক অনলাইন বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এঙচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। খবর বিডিনিউজের।

এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, “ডলারের বিনিময় হার রপ্তানি আয়ে ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা এবং রেমিটেন্সে ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন রেমিটেন্স ও রপ্তানি আয়ের মধ্যে ডলারের দরের ব্যবধান কমে ৫০ পয়সা হল।’ রেমিটেন্সে ডলারের দর ৫০ বাড়ানোয় মঙ্গলবার থেকে নতুন দর হবে ১০৮ টাকা ৫০ পয়সার বদলে ১০৯ টাকা।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার ০৭৯৮৮৯০