দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারের লকডাউন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, লকডাউন চলাকালীন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা স্বাভাবিক রাখতে রপ্তানিমুখী শিল্প, শিল্পের কাঁচামাল এবং মৎস্য পরিবহনকে বিধি-নিষেধের আওতামুক্ত রাখতে হবে। এছাড়া দেশের বিশাল জনগোষ্ঠীর নিত্য ভোগ্যপণ্যের চাহিদাপূরণ, সংকটরোধসহ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সকল পণ্যের উৎপাদন ও বিপণনকে বিধি-নিষেধের আওতার বাইরে রাখতে হবে। এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি এই আহ্বান জানান। প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কঠোর লকডাউন কিছুটা শিথিল করা হলেও ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুনরায় ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। উক্ত বিধি-নিষেধ অনুযায়ী উল্লেখিত সময়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস, সকল শিল্প-কারখানা বন্ধ থাকবে এবং জরুরি পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে বন্দর এবং তদসংশ্লিষ্ট অফিসসমূহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।
        






