রপ্তানিতে অচলাবস্থা নিরসন প্রয়োজন

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

অতি সম্প্রতি রপ্তানিতে অনিয়ম নিয়ে অনেক নেতিবাচক খবর প্রকাশিত হওয়ার পরে স্থানীয়ভাবে উৎপাদিত তৈরী পোষাক খাত অস্থিতিশীল হয়। হঠাৎ শুল্ক গোয়েন্দা ও এ আই আর নজরদারী করে পণ্য জাহাজীকরণ প্রায় বন্ধ করছে, ফলে ক্রেতার আদেশ ও সময়োপযোগী পণ্য হাতে না পেয়ে ক্রেতা অসন্তুষ্ট হয়ে অন্য বাজারের দিকে নজর দিচ্ছে। যার ফলে আমরা তৈরী পোশাক খাতকে বিশাল এক ঝুঁকির মধ্যে ফেলেছি। লোকাল রপ্তানি তৈরী পোশাক খাতের রপ্তানির ৪০% পণ্য রপ্তানি করে, যা বন্ধ হওয়ার পরে যে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে তা আমাদের নজরে ইতিমধ্যেই পড়েছে বিভিন্ন অফডকে কাজশূন্য অবস্থায় দিন কাটাচ্ছে।

কোনো পণ্য রপ্তানি করা যাবে বা যাবে না ব্রান্ড পণ্যগুলির সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন, এই ব্যাপারে ব্যাপক প্রচারণার পর ব্যবস্থা নেয়া যেতে পারে আর যে সব পণ্যের বৈদেশিক মুদ্রা এদেশে এসে গেছে তা নির্দিষ্ট সময় দিয়ে জাহাজীকরণ করে জরুরি ভিত্তিতে এই অচলাবস্থার নিরসন প্রয়োজন।

সৈকত চৌধুরী

চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআবুল হুসেন : মুক্তচিন্তার পথপ্রদর্শক