বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর পুইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কান্তি দাশের মাতা রত্না দাশ গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। শনিবার সন্ধ্যা ৭ টায় পারিবারিক শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।