রণবীর আলিয়ার হানিমুন হবে জঙ্গলে

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

এ সময়ের বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি মাসের ১৭ তারিখে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রণবীর কাপুরের পৈতৃক বাড়ি অর্থাৎ আর কে হাউসেই বসবে আলিয়া ও রণবীরের বিয়ের আসর। শোনা যাচ্ছে, তাদের বিয়ের পোশাক ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। ইতোমধ্যে ফাঁস হয়েছে আলিয়া ও রণবীরের বিয়ের অতিথি তালিকাও। এবার সামনে এলো তাদের হানিমুনে যাওয়ার বিষয়টিও। রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই জুটি নাকি মধুচন্দ্রিমায় যাবেন দক্ষিণ আফ্রিকায়! খবর বাংলানিউজের। চলতি বছরের শুরুতেই আলিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকায় বেড়াতে গিয়েছিলেন রণবীর। ইনস্টাগ্রামে সেখানে কাটানো সময়ের ছবি পোস্ট করেছিলেন আলিয়া। দক্ষিণ আফ্রিকার জঙ্গল সাফারি নাকি এতোটাই ভালো লেগেছে আলিয়া ও রণবীরের, যে মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হিসেবে এই জঙ্গলকেই বেছে নিবেন এই তারকা জুটি।
তবে বিয়ে বা হানিমুন নিয়ে নানা কথা শোনা গেলেও, এ ব্যাপারে এখনও মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই। গত কয়েক বছর ধরেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা খবর শোনা গিয়েছে। তবে এবারে বিয়ের খবর পাকা বলেই শোনা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমোশাররফ করিমের অবয়বে নিউটনের ছায়া!
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে শীর্ষে ইমরুলের শেখ জামাল