রণজিৎ রক্ষিত সংস্কৃতির প্রাণবন্ত ব্যক্তিত্ব ছিলেন

স্মরণানুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

শ্রদ্ধা ও ভালোবাসায় আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের দ্বিতীয় প্রয়াণ দিবস পালন করলো বোধন আবৃত্তি পরিষদ। করোনা মহামারীর কারণে এবারের আয়োজন ছিল অনলাইনভিত্তিক। গত ৩০ অক্টোবর দিনব্যাপী বোধনের অফিসিয়াল ফেসবুক পেইজে স্মৃতিচারণের ভিডিও প্রচার করা হয়। বোধন সভাপতি সোহেল আনোয়ারের সঞ্চালনায় কথামালাসহ আবৃত্তিতে অংশ নেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, দীপ্তি রক্ষিত ও বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। আলোচনায় অতিথিরা বলেন, একজন শিল্পী রণজিৎ রক্ষিতকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে শিল্প-সংস্কৃতি এগিয়ে যাবে। তাঁকে অনুসরণ করলে সুস্থ-সাংস্কৃতিক পরিমণ্ডল সুদৃঢ় হবে। তিনি সংস্কৃতির প্রাণবন্ত ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ফেসবুক লাইভে আরো যুক্ত হন-জহিরুল ইসলাম রানা, বুলবুল মুৎসুদ্দী, শর্মিলা রায়, শুভ রক্ষিত, লিংকন বিশ্বাস, লিমা চৌধুরী, বিথিকা বসাক, পাপড়ি শিকদার, মুক্তা বড়ুয়া, শুভাগত বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, সাজ্জাদ চৌধুরী, অংকিতা ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী সত্যজিৎ ঘোষ প্রমুখ। স্মৃতিচারণায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, ড. কুন্তল বড়ুয়া, সাংবাদিক ও কবি রাশেদ রউফ, অধ্যক্ষ মীর বরকত, বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, ইকবাল খোরশেদ, আলম আরা জুঁই, ফয়জুল আলম পাপ্পু, আশরাফুল আলম, কাজী মাহতাব সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাপের কামড়ে চা দোকানির মৃত্যু
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটির মানববন্ধন