রণজিৎ রক্ষিতের স্মরণানুষ্ঠান আজ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:০১ পূর্বাহ্ণ

আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর প্রয়াণ দিবসে বোধনের অফিসিয়াল ফেইসবুক পেইজ বোধন আবৃত্তি স্কুল (facebook.com/bodhonabritischool) থেকে অনলাইন আয়োজনে থাকছে স্মৃতিচারণ পর্ব। এছাড়া আজ রাত নয়টায় ফেইসবুক লাইভে অংশ নেবেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। দিনব্যাপী অনলাইন আয়োজন থাকতে সংস্কৃতির শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন বোধন সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।

পূর্ববর্তী নিবন্ধএম এ ওহাব ছিলেন নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি আমৃত্যু আপোষহীন
পরবর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি