চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ আয়োজিত রড সিমেন্ট ডিলারদের মিলনমেলা গতকাল নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
এই সময় মার্চেন্টস গ্রুপের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হাকিম আলী, মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহীম, মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর, সদস্য সচিব এম জাহাঙ্গীর কবির জিকোসহ গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ডিলার অংশ নেন।