আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ’র (রহ.) ২দিনব্যাপী ওরশ শরীফ গত ১৫ জানুয়ারি সম্পন্ন হয়। রজায়ী যুব ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহসুফি মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ীর সার্বিক নিদের্শনায় ওরশ শরীফে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ সোলাইমান আনসারী।
মাহফিলে বক্তারা বলেন, এদেশে ইসলাম এসেছে ওলি–বুজুর্গদের মাধ্যমে। তাঁদের আধ্যাত্মিক শক্তি ও ব্যক্তিত্বের আকর্ষণে মুগ্ধ হয়ে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে।
মাওলানা কমরুদ্দীন নুরীর সঞ্চালনায় মাহফিলে আলোচক ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, ইমাম উদ্দীন রজায়ী, অধ্যক্ষ মোজাম্মেল হক হাশেমী, ফেরদৌসুল আলম খান, অধ্যক্ষ ইউনুছ রেজভী, আশেকুর রহমান, মফিজুর রহমান, ড. কাজী আমিন উল্লাহ, আবুল মনসুর রেজভী, মামুন উদ্দীন সিদ্দিকী, গিয়াস উদ্দীন, আবু ইউসুফ নুর, অধ্যাপক নুরুল ইসলাম, আবু সাদেক রেজভী, দিদারুল ইসলাম, সোহাইল উদ্দীন আনসারী, নাসির উদ্দীন, আবু তালেব মঈনী, বেলাল কাদেরী, আবুল কাসেম আনসারী, মুহাম্মদ রাজা মিয়া, মুহাম্মদ মাকসুদ চৌধুরী, মুহাম্মদ আলী আহমেদ, মুহাম্মদ রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি