নীরব চারদিক ঘুমন্ত পৃথিবী,
শান্তির খোঁজে ঘুমের আরোহী
অবচেতন মন স্বপ্ন বিভোর
কাঁথা মুড়িয়ে আরামে শরীর।
জুঁই চামেলী ফুটেছে বেশ
হাসনাহেনার, বেলীর রেশ
রয়েছে ছড়িয়ে প্রহর শেষে
মন মাতানো সুগন্ধ কেশে।
এলোমেলো হয়ে রয়েছে রজনী
তোমার পরশে জুড়িয়ে সজনী
তোমার নয়নে রেখেছি নয়ন,
এসো তবে সখী সৃজনে মননে।
যুগের পরে যুগ চলে যাক সাদরে
মান অভিমান শেষে সোহাগে আদরে,
সংসার বাঁধিব রজনীর শেষ প্রহরে
আলতো প্রেমের খুনসুটিতে হেরে।
সময় অসময় কেটে যাক বিশ্বাসে
স্নেহের আবীরে রাঙাবো ভালোবেসে
রঙধনুর চাদরে মোড়ানো চারপাশ
তোমাতেই শুরু, তোমাতেই শেষ।







