প্রকৃতির নানা উপাদানের মধ্যে আমরা জীবনকে খুঁজি। রঙ তুলির আঁচড়ে জীবনের মানে খুঁজে পান শিল্পীরা। জীবন অন্বেষণকেই তারা উপজীব্য করে তুলেছেন ক্যানভাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে শিল্পকর্ম প্রদর্শনীর। ১৯ জন শিল্পীর এ প্রদর্শনীর মাধ্যমে দীর্ঘদিন পর খুলল আর্ট গ্যালারির দরজা। প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বেনু কুমার দে। ইনস্টিটিউটের সভাপতি প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কে এম আবদুল কাইয়ূম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার প্রমুখ। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর কোনো প্রদর্শনীই হয়নি এ গ্যালারিতে। তাই এ প্রদর্শনী নিয়ে সবাই উচ্ছ্বসিত। এটি চলবে কাল ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন উত্তম কুমার বড়ুয়া, কিংশুক দাশ চৌধুরী, তাসলিমা আকতার বাঁধন, প্রনব মিত্র চৌধুরী, শারদ দাশ, সুফিয়া বেগম, সুব্রত দাশ, অজয় ত্রিপুরা, অর্পা ধর, অরিত্রা ধর, আবদুল্লাহ বিন আমির, ওয়াসিফা বিনতে আমীন, প্রিয়াস বিশ্বাস, সামাচিং মার্মা, সারিবা তাসনিম প্রিয়া, শেখ মুত্তাকিমা সিদ্দিকা, শায়লা শারমিন, যুক্তা সাহা এবং সৌরব রহমান।












