রঙের তুলির আঁচড়ে প্রতিযোগীরা ফুটিয়ে তুললেন নানা ইতিহাস

পটিয়ায় শাপলা কুড়ির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা শাপলা কুড়ি আসরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্ষুদে প্রতিযোগীরা রঙের তুলির আঁচড়ে ফুঁটিয়ে তুলেছেন দেশের নানা ইতিহাস-ঐতিহ্যর প্রতিচ্ছবি। গতকাল সোমবার শহীদ মিনারে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী এতে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে পুরস্কার বিতরণী সভা উপজেলা আসরের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন আসরের নেতা মামুনুর রশীদ তরফদার, ছৈয়দ নুরুল আবসার, সাইফুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান বাবু, অধ্যাপক রওশন গীর আমিরী, সবুজ বড়ুয়া সাজু, কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, শহীদুল ইসলাম, মো. আয়েছ, ছালে নুর সেলু, মো. আরিফ মহিউদ্দিন, কামরুল ইসলাম, দাউদ উজ্জামান আযাদ, নাঈম উদ্দিন আমিরী, বাবর, মীর এরশাদুর রহমান,আবদুল্লা আল নোমান, ছৈয়দ খোকন তালুকদার, নয়ন দে, আকাশ দেব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের বাড়তি ফি আদায় বন্ধে নজরদারির সুপারিশ
পরবর্তী নিবন্ধসমৃদ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা উপহার দেওয়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন