কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় ফুফাতো ভাইয়ের হাতে মো. সরওয়ার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সরওয়ার ওই এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় ঘাতক ফুফাতো ভাই মো. রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সরওয়ারের মা জানান, সরওয়ার ও তার ফুফাতো ভাই রায়হান রংমিস্ত্রি। তারা দুজনে এক সাথে কাজ করতেন। গতকাল সকালে এক জায়গায় কাজ করতে যান। সেখানে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সে কারণে কাজ না করে দুজনই বাড়ি চলে আসে। এর মধ্যে সরওয়ার বাড়ি থেকে বের হলে বাইরে থাকা রায়হানের সাথে আবারো বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রায়হান একটি ভাঙা কাঁচের টুকরা দিয়ে সরওয়ারের পেটে আঘাত করে। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র কথা কাটাকাটিতে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।