ঠোঁটে হাসি রাশিরাশি
হাত করেছে লাল
আজকে রাতে চাঁদ উঠেছে
ঈদ করিবে কাল।
নতুন জুতা রেশমী চুড়ি
নতুন রঙের শাড়ি
শহর থেকে ঈদ করিতে
যাচ্ছে গ্রামের বাড়ি।
দাদা ফুফু কাকা কাকি
আপন স্বজন যারা
সব এসেছে দেখতে তারে
মুখরিত পাড়া।
কে এসেছে ঈদ করিতে
এমন নতুন সাজে
তারে দেখে হুর পরী সব
মুখ ঢেকে দেয় লাজে।