প্রথমবারের মতো সীতাকুণ্ডে রঙিন ফুলকপির আবাদ হয়েছে। কৃষকদের রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল্লাহর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার নিজাম উদ্দিন, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সালাউদ্দিন আজিজ,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাজিম উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলায় প্রথমবারের মতো রঙিন ফুলকপির আবাদ হয়েছে। রঙিন ফুলকপিতে ক্যারোটিনের পরিমাণ বেশি থাকায় ভিটামিন এর চাহিদা পূরণ করে। রঙিন ফুলকপি অধিক পুষ্টি গুণ সম্পন্ন ও আকর্ষণীয় হওয়ায় বাজার মূল্য বেশি পাওয়া যাবে।
উপজেলায় বর্তমান রবি মৌসুমে ১৬০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। তন্মধ্যে রঙিন ফুলকপি আবাদ হয়েছে ১২ শতাংশ জমিতে। রঙিন ফুলকপি আবাদ বৃদ্ধি পেলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, উপজেলা কৃষি অফিসার কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব নীতির কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তার নির্দেশনা অনুযায়ী কৃষক পর্যায়ে নতুন নতুন বীজ ও প্রযুক্তি ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি কৃষকদের রঙিন ফুলকপি চাষে এগিয়ে আসার আহবান জানান।অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।












