রঙিন দিগন্ত দুই বাংলার কবিদের মেলবন্ধন ঘটিয়েছে

প্রকাশনা উৎসবে কবি আখতার হুসেন

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যিক আখতার হুসেন বলেছেন, বাংলা সাহিত্যে কিশোরকবিতা একটি শক্তিশালী মাধ্যম। এ মাধ্যম শিশুকিশোরদের মানসভূমি রঙিন ও ঋদ্ধ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। কিশোরকবিতার অগ্রযাত্রা অনন্তের পথে ছুটছে। সময় এসেছে সবার একে ধারণ করার। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রকাশিত আধুনিক কিশোরকবিতা ‘রঙিন দিগন্ত’ সংকলনটি সত্যিকার অর্থে একটা দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কিশোরকবিতার লেখকদের চিরভাস্বর কাজ করার পথ নির্দেশনা পাবে এ সংকলন থেকে। দুই বাংলার কবিদের মেলবন্ধন ঘটিয়েছে। বাংলাদেশের লেখকদের মধ্যে এ সংকলনে চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক কবি অন্তর্ভুক্ত হয়েছেন। এতে প্রমাণিত হয় চট্টগ্রাম কিশোরকবিতার প্রধানতম ক্ষেত্র। গত ৩১ জানুয়ারি আদিগন্ত প্রকাশন আয়োজিত আধুনিক কিশোরকবিতা ‘রঙিন দিগন্ত’এর প্রথম প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে এ উৎসবে সভাপতিত্ব করেন নাট্যজন সনজীব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক আনিসুর রহমান। তিনি কিশোরকবিতাকে আধুনিক কবিতা আখ্যায়িত করে বলেন, বড় লেখকদের সোনালি আবিস্কার হচ্ছে কিশোরকবিতা।

কিশোরকবিতার ইতিবৃত্ত ও বর্তমান চর্চার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন, কবি ও শিশুসাহিত্যিক ওমর কায়সার এবং কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেন, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কবি অরুণ শীল। অনুষ্ঠান সঞ্চালন করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসর্বত্র বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নিতে হবে : পেয়ারুল
পরবর্তী নিবন্ধউইকন প্রপার্টি ইনভেস্টমেন্ট ফেস্ট উদ্বোধন