‘রঘু ডাকাত’ হচ্ছেন দেব

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

রঘু ডাকাত মানেই চোখ কপালে তোলা সব দুর্ধর্ষ দুঃসাহসী গল্প, রোমহর্ষক সব ডাকাতি। যে কিনা ইংরেজদের কাছে ছিল ভয়ে বুক কাঁপানো নাম!
এবার এই চরিত্রটি পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন কলকাতার নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা দেব। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রঘু ডাকাত’ সিনেমার প্রথম লুক। এটি নির্মিত হচ্ছে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায়। সিনেমার নামটি ঘোষণা করে দেব লেখেন, আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন-নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পরবর্তী নিবন্ধশিল্পকলায় আজ মেজর ও কাল তৃতীয় একজন