রঘুনন্দন চৌধুরীর ৩৯৭তম আবির্ভাব উৎসব কাল থেকে

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের পূর্ব গুজরা শ্রীশ্রী দশভূজা ও সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে রঘুনন্দন ভবনে রঘুনন্দন চৌধুরীর মহোৎসব আগামীকাল রোববার থেকে শুরু হবে। তিনদিনব্যাপী এ আয়োজনে প্রথম দিন কাল গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনার পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী কাজল। পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন। বক্তব্য রাখেন অরুণ বিকাশ মহাজন, অনিল কান্তি মহাজন,

সত্যরঞ্জন দাশ, প্রণব কান্তি দাশ, সুমন মহাজন, কার্ত্তিক দত্ত, সুমন্ত নন্দী, অমর কৃষ্ণ বিশ্বাস, আশীষ চμবর্ত্তী, সুকান্ত নন্দী, তরুন তপন নন্দী, পিংকু সেন, সুব্রত কুমার দে, চন্দন দাশ, রাম প্রসাদ নন্দী, বিজয় দে, বাবলু নন্দী, রিটন দে, সত্যব্রত দাশ, মৃদুল দাশগুপ্ত, চন্দন বিশ্বাস, দিলীপ দে, প্রদীপ কান্তি মহাজন, সন্তোষ দাশ, সমীর দত্ত, দেবু প্রসাদ মহাজন, শ্যামল দাশ, রিটন মহাজন, রবি বিশ্বাস, শিমুল দে ও রাজীব দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া শেখ রাসেল স্কুলে সাংস্কৃতিক উৎসব
পরবর্তী নিবন্ধবাঁশখালী আদিত্য আশ্রমে কর্মসূচি আজ থেকে