রক্ত দিয়ে এনেছি বিজয়

চাঁদ সুলতানা নকশী | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

লাল সবুজের স্মৃতি ঘেরা কেতন

স্বাধীন আকাশে ওড়ে,

রক্ত দিয়ে এনেছি বিজয়

১৬ই ডিসেম্বরে।

মাগো তুমি কাঁদছো কেন?

কেন তোমার চোখে জল?

সোনার ছেলে প্রাণ দিয়েছে

এনেছে নতুন আশার ভোর,

রক্ত দিয়ে এনেছি মাগো

বিজয় ১৬ই ডিসেম্বর।

১৬ই ডিসেম্বর এলে আমার

মনটা কেমন যেন করে,

সোনার ছেলে এই যে গেল

আর এলো না ফিরে।

মাটির জন্য যুদ্ধ করব

মাকে বাঁচাবো বলে,

বিজয় আমরা ছিনিয়ে আনবো মা

ভয় পেয়ো না তুমি”

এই কথাটাই শেষ কথা ছিল খোকার

এই বলে গেল চলে।

পাক হানাদের হাতে শহীদ হয়েছে

হাজারো লক্ষ মানুষের প্রাণ,

কোনদিনও এই ঋণ শোধ হবে না

দিয়ে হাজারও প্রতিদান।

নয় মাস যুদ্ধ শেষে

মুক্ত হল দেশ,

আমরা পেলাম মুক্ত স্বাধীন

সোনার বাংলাদেশ।

সোনার বাংলায় উড়ছে আজ

বিজয়েরই নিশান,

মাগো তোমার সোনার ছেলে

দিয়েছে দেশের জন্য প্রাণ।

মাগো, তুমি আর কেঁদো না

আর হবে না শোষণ

তুমি তোমারি আপন ঘরে,

রক্ত দিয়ে এনেছি বিজয়

১৬ই ডিসেম্বরে।

পূর্ববর্তী নিবন্ধভালো মানুষ কখনো বদলায় না, শুধু ক্লান্ত হয়
পরবর্তী নিবন্ধসাহাবায়ে কিরাম: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত্রের মূর্ত প্রতীক