রক্ত দিতে হাটহাজারী থেকে চমেকে প্রতিবন্ধী মেহরাজ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

হাটহাজারী থেকে চারটি গাড়ি পরিবর্তন করে ব্লাড দিতে ছুটে এসেছেন প্রতিবন্ধী মেহরাজ। ব্লাড গ্রুপ জানা না থাকায় কষ্ট করে গ্রুপ নির্ণয় করতে চলে গেলেন সন্ধানীতে। তাকে জানানো হলো ব্লাড রিজার্ভ রয়েছে। এখন আর লাগবে না। এটা জেনে বসে ছিলেন মন খারাপ করে। কিছুক্ষণ পর পর একেকজনের ব্লাড প্রয়োজন পড়লে বলতে থাকেন, ‘ভাই আমার টা নেন।’ সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের রক্ত দিতে এসে মেহরাজের এমন আকুতি নজর কেরেছিল সকলের।

চমেক হাসপাতালে সামাজিক সংগঠন ‘স্মাইল বাংলাদেশ’ বুথ স্থাপন করে। তারা রক্ত দিয়ে আহত রোগীদের সহায়তা করছেন। গতকাল সকাল ১১টার দিকে হাটহাজারী থেকে প্রতিবন্ধী মেহরাজ হঠাৎ উপস্থিত হয়ে ‘রক্ত আমার থেকে নেন ভাইয়া’ বলে রক্ত দেয়ার কথা প্রকাশ করেন। কিন্ত সেই সময় আহত কারো রক্তের প্রয়োজন ছিল না। তারপর তার আকুতি দেখে মেহরাজের প্রথমে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, পরে এক ব্যাগ রক্ত নেয়া হয়।

মেহরাজ জানান, মানুষের সেবায় যদি নিয়োজিত হতে না পারি তাহলে কিসের জন্য এ জীবন। অসহায় আহতদের বাঁচাতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধআমার দেশ আমার শহর
পরবর্তী নিবন্ধফের জেল হেফাজতে ঠাঁই হচ্ছে পিকে হালদারের