রক্তে পাওয়া বাংলা ভাষা

জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির একুশ তারিখ

রক্তে ভেজা গায় ,

সালাম বরকত ভাষার জন্যে

প্রাণটা দিয়ে যায় ।

 

সেই ভাষাটা বাংলা ভাষা

সেই ভাষাতে বলি ,

পড়তে শিখি লিখতে শিখি

বুক ফুলিয়ে চলি ।

 

প্রভাতফেরীর বিষাদ গাঁথা

বেদনা বিধুর গান ,

দেয় স্মরণে রফিক জব্বার

স্বেচ্ছা বলিদান।

পূর্ববর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধঅশ্রুভেজা