নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে ষষ্ঠ ধাপে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি গতকাল সোমবার সিন্ডবির চররাঙ্গামাটিয়াস্থ ইউসেফ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তার মধ্যে ৫২০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। নিষ্ঠার ব্লাড সার্ভিস উপ–কমিটির প্রধান জাকারিয়া আলমের নেতৃত্বে জান্নাতুল ওয়াকিয়া, মোফাস্েসল নিহাল, নিশাত উদ্দীন, সামিউল কবির, আবির আল হাসান উক্ত কার্যক্রম পরিচালনা করেন। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ইউসেফের ফাউন্ডেশনাল স্কিল ইনস্ট্রাক্টর অনিল কান্তি দাশের সভাপতিত্বে এবং হেড অব টেকনিক্যাল স্কুল জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিষ্ঠার জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইউসেফের ফাউন্ডেশনাল স্কিল ইনস্ট্রাক্টর মোহাম্মদ মিজানুর রহমান, মো. খলিল উল্লাহ, মৃদুল দেবনাথ এবং নিষ্ঠার এপিআরও আসিফ মাহমুদ। প্রধান অতিথি বলেন, রক্তদান বিষয়ক সচেতনতা সৃষ্টি, রক্তদানের অভ্যাস গড়ে তোলাসহ ইত্যাদি কর্মসূচির মাধ্যমেই দেশের নিরাপদ রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব। দেশের যে কোনো প্রান্তে, যে কোনো মূহুর্তে প্রয়োজনীয় রক্ত ও রক্তদাতার ব্যবস্থা করার মেগা প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে নিষ্ঠা ফাউন্ডেশন। তিনি আরো বলেন,রক্তদান শুধু মানবিক কাজ নয়, ইবাদতও। তিনি ইউসেফ কর্তৃপক্ষকে উক্ত সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।