চট্টগ্রাম লায়ন্স আই হসপিটালে গত ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন উপলক্ষে গত ২ নভেম্বর কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালি হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, ভাইস– চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, এ্যাসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।