রক্তকরবীর নিবেদন ‘জাগো অমৃত পিয়াসী’

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:০৬ অপরাহ্ণ

রক্তকরবীর নিবেদন ‘জাগো অমৃত পিয়াসী’ সঙ্গীতানুষ্ঠানে বক্তারা বলেছেন,নজরুল পূর্ণাঙ্গ এক কবি, যিনি সত্য বলার দায় পালন করেন। এমন সত্যদ্রষ্টা কবি কেবল কবিতা লিখে কাজ শেষ করেন না, সাহিত্যের সব শাখাতেই তাঁরা বিচরণ। নজরুলের সৃষ্টি সম্ভারের মধ্যে সঙ্গীত বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তকরবীর নিবেদন ‘জাগো অমৃত পিয়াসী’ সঙ্গীতানুষ্ঠান গতকাল শনিবার থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সঙ্গীত পরিবেশনায় ছিলেন রক্তকরবীর সদস্য ও শিক্ষার্থীবৃন্দ। শিল্পীরা এ অনুষ্ঠানে প্রতিটি পর্যায়ের গান পরিবেশন করেছে। সঙ্গীত পরিচালনায় ছিলেন শীলা মোমেন এবং সহযোগী ছিলেন শিল্পী শর্মিষ্ঠা দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগাংয়ের বর্ণাঢ্য র‌্যালি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প