রকসল্টের ‘অগ্নিবীণা’

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

নতুন গানের দল ‘রকসল্ট’ নিয়ে এসেছে তাদের দ্বিতীয় গান ‘অগ্নিবীণা’। রোববার প্রকাশ পাওয়া গানটিতে উঠে এসেছে পাঁচজন তরুণ সঙ্গীতশিল্পীর এক অচেনা যাত্রার গল্প। গানের কথা লিখেছেন ব্যান্ডের ভোকাল সাজ্জাদ আল নাহিয়ান, গানের কম্পোজিশনে সমানভাবে অবদান রেখেছেন ব্যান্ডের অন্যান্য সদস্যরাও। গানটি ধারণ করা হয়েছে শিল্পী রাফা (এভয়েডরাফার) হটবক্স স্টুডিওতে। তিনি প্রোডিউসার হিসেবে গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন। খবর বিডিনিউজের।

রকসল্ট বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও মিলবে। শুধু অডিও নয়, গানটির মিউজিক ভিডিও আকারেও দেখা যাচ্ছে। ভিডিওটি নির্মাণ করেছেন তিহান খান ও দোলন মহন্ত। ভিডিওতে প্রকৃতি, আবেগ ও বন্ধুত্বের মিলনে গড়ে ওঠা সংগীতযাত্রার মুহূর্তগুলো ফুটে উঠেছে। গানটি নিয়ে দলের বেইজ গিটারিস্ট শোয়াইব রেজা রাজীব বলেন, ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে আবেগ ও বন্ধুত্বের মিলনে তৈরি এই গান দর্শককে এক নতুন সঙ্গীতানুভূতি দিবে বলে আশা রাখছি। ‘অগ্নিবীণা’ কেবল একটি গান নয়, এটি আমাদের যাত্রার গল্প। গানটিতে আমরা প্রকৃতি, আবেগ ও একাত্মতার মিশ্রণে তৈরি এক সুরেলা অভিজ্ঞতা তুলে ধরেছি।

গেল বছরের ডিসেম্বরের ৪ তারিখ তৈরি হয় ব্যান্ড ‘রকসল্ট’। রক শিল্পীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘দ্য কেইজে’ গিয়ে গঠিত দলটি। গত আগস্টে ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’।

দলটির বর্তমান লাইনআপ সাজ্জাদ আল নাহিয়ান (ভোকাল), গিটারে রাযিন মুহতাদি শিহাব ও অরূপ চৌধুরী, বেজ গিটারে শোয়াইব রেজা রাজীব, সৈয়দ আরিফুল আওয়ান (ড্রামস)

পূর্ববর্তী নিবন্ধহংকং এর বিপক্ষে দুই ম্যাচই জেতার স্বপ্ন দেখেন সোমিত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জন্য ‘আওয়াজ তোলো, রুখে দাঁড়াও’