হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান গতকাল শুক্রবার জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর বাসসের।
তিনি জানান, রওশন এরশাদ রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। তবে বর্তমানে রওশন এরশাদ সুস্থ আছেন।