রং সাইডে এসে স্কুটিকে কাভার্ড ভ্যানের ধাক্কা মহিলার মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

পতেঙ্গা বিমানবন্দরের ১৫ নম্বর সড়কে কাভার্ড ভ্যানের সাথে স্কুটির সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, কাভার্ডভ্যানটি রং সাইডে এসে একটি স্কুটিকে ধাক্কা দেয়। এতে ওই মহিলা ছিটকে পড়ে

গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ২০০ ফুট পাকা সড়ক খালে
পরবর্তী নিবন্ধখুটাখালীতে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ তিনজন আহত