অনুমতি ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চা পাতা বাজারজাত এবং কৃত্রিম রং মিশিয়ে চা বিক্রির করার অপরাধে নগরীর পাহাড়তলীর এ কে খান রেলগেট এলাকার ইয়াং কনজ্যুমার অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড। গতকাল বৃহস্পতিবার বোর্ডের উপ–পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে লাইসেন্স বাতিল করা হয়। ইয়াং কনজ্যুমার অ্যান্ড ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. ইউনুছ মিয়াকে লাইসেন্স বাতিলের এ চিঠি দেওয়া হয়। চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমিন বলেন, ২৯ জানুয়ারি দুপুরে ইস্পাহানি গেট এলাকার একটি চা ব্লেন্ডিং কারখানায় অভিযান চালানো হয়। তারা সিটিজি ব্র্যান্ডের চা বাজারজাত করেন। তবে তাদের চা প্যাকেটজাত করার কোনো লাইসেন্স ছিল না। অভিযান পরিচালনাকালে কারখানায় চা পাতায় রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে।
এসময় প্রতিষ্ঠানটির মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ওই কালার (রং) ১৫ গ্রাম করে পানি দিয়ে প্রথমে ৫ কেজি চা পাতার সঙ্গে মিশ্রিত করেন। এরপর সেই ৫ কেজি চা পাতা ৫০ কেজি চা পাতার সঙ্গে ব্লেন্ডিং করে ফ্যানের বাতাসে শুকিয়ে প্যাকেটজাত করেন। আজ চা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে।