রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি গুছিয়ে এনে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী পৌঁছানোর কাজ প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা প্রতিটি কেন্দ্রে নজর রাখার ব্যবস্থাও করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে; যাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে দুজন স্বতন্ত্র। বিএনপি ভোটে না থাকায় দ্বিমুখী লড়াইয়ের কথা বলেছেন স্থানীয়রা। মেয়র প্রার্থী যারা হলেন –হোসেন আরা লুৎফা ডালিয়া– আওয়ামী লীগ– নৌকা, মো. মোস্তাফিজার রহমান– জাতীয় পার্টি–লাঙ্গল, মো. শফিয়ার রহমান– জাসদ– মশাল, মো. আমিরুজ্জামান– ইসলামী আন্দোলন বাংলাদেশ– হাতপাখা, মো. খোরশেদ আলাম– জাকের পার্টি– গোলাপ ফুল,
মো. তৌহিদুর রহমান মণ্ডল– খেলাফত মজলিস– দেওয়াল ঘড়ি, মো. আবু রায়হান– বাংলাদেশ কংগ্রেস– ডাব, মো. লতিফুর রহমান– স্বতন্ত্র– হাতি,
মো. মেহেদী হাসান– স্বতন্ত্র– হরিণ। খবর বিডিনিউজের।
কুমিল্লা সিটির মতই রংপুরেও ইভিএমে ভোট হচ্ছে; নিরাপত্তা জোরদারে সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসির অধীনে এটি দ্বিতীয় সিটি নির্বাচন। ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে জুনে কুমিল্লা সিটিতে ভোট আয়োজন করেছিল এই কমিশন। এদিকে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছেন সিইসি। এই ভোটের তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমরা সিসিটিভির মাধ্যমে এই কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধা নির্বাচনে অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এখানেও নির্বাচন সুষ্ঠু হবে,যোগ করেন তিনি।












