রংপুরের কাছে হারলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

এবারের বিপিএলের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার উপর কুমিল্লা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়নদের শুরুটা হলো হার দিয়ে। দুই সেরা দলের লড়াইয়ে রংপুরের জয় ৩৪ রানের। চ্যাম্পিয়নদের চাইতে ব্যাটে আর বলে দুর্দান্ত খেলেছে রংপুর। ফলে পেরে উঠেনি কুমিল্লা। রনি তালুকদার এবং নাঈম, মালিকদের ব্যাটিং এর পর হাসান মাহমুদ, সিকান্দার রাজাদের বোলিং দারুণ এক জয় এনে দেয় রংপুর রাইডার্সকে। টসে হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স দারুণ শুরু করে। দুই ওপেনার রনি তালুকদার এবং মোহাম্মদ নাঈম মিলে যোগ করেন ৮৪ রান। ৩১ বলে ৬৭ রান করে ফিরেন রনি তালুকদার। ১১৫ রানের মাথায় নাঈম ফিরেন ৩৪ বলে ২৯ রান করে। ভাল শুরুর পরও তৃতীয় শোয়েব মালিক এবং সিকান্দার রাজা মিলে ১৯ রানের বেশি যোগ করতে পারেননি।

রাজা ফিরেন ১২ রান করে। এরপর মালিক চেষ্টা করেছিলেন দলকে টানতে। কিন্তু তিনি রান আউট হয়ে ফিরেছেন ২৬ বলে ৩৩ রান করে। শেষ দিকে নুরুল হাসানের ১১ বলে ১৯ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ফজল হক ফারুকী, মোস্তাফিজুর রহমান, খুশদিল শাহ এবং মোসাদ্দেক হোসেন।

জবাবে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৫ রানে হারায় লিটন দাশকে। ১২ বলে ১০ রান করেন লিটন। ডেভিড মালান এসেও ঝড় তুলতে পারেননি। আজমতুল্লাহর দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে মালান ফিরেন ৯ বলে ১৭ রান করে। নিজের দ্বিতীয় ওভারে সিকান্দার রাজা ফেরান সৈকত আলিকে। শুরু থেকে ভালো খেলতে থাকা সৈকত ফিরেন বোল্ড হয়ে। করেন ২১ বলে ১৬ রান।

চতুর্থ উইকেটে ইমরুল এবং মোসাদ্দেক মিলে চেষ্টা করেছিলেন দলকে এগিয়ে নিতে। কিন্তু ৫৮ রানের এই জুটি ভাঙ্গার পর আর দাঁড়াতে পারেনি কুমিল্লা। ইমরুল ৩৫ আর মোসাদ্দেক করেন ১৫ রান। শেষ দিকে জাকের আলির ১৯ রান হারের ব্যবধানটা কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪২ রান করে অল আউট হয় কুমিল্লা। রংপুর রাইডার্সের পক্ষে হাসান মাহমুদ ৩টি এবং রবিউল আর সিকান্দার রাজা নিয়েছেন ২ টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
পরবর্তী নিবন্ধহার দিয়ে বিপিএল শুরু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের