রংতুলিতে বিজয় দিবস

সুব্রত চৌধুরী | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রংতুলিতে খুকু আঁকে ষোলো ডিসেম্বরে

লাল সবুজের নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে ।

খুকু আঁকে সবুজ ঘাসে মুক্তি সেনার রক্ত

কেঁপে কেঁপে ওঠে পাকির জুলুমের ওই তখতো।

খুকু আঁকে আকাশ নীলে ডানা মেলে পাখি

খোকা ছোটে নিশান হাতে বিজয় রেণু মাখি।

খুকু আঁকে ষোলো তারিখ সবুজ ক্ষেতের আলে

কিষান মাতে বিজয় খুশে নিশান সবুজ লালে।

খুকু আঁকে ষোলো তারিখ পদ্ম দীঘির জলে

বিজয় খুশে পাপড়ি মেলে রংগীন শতদলে।

খুকু আঁকে গর্জে ওঠে মুক্তি সেনা বীরে

রেসকোর্স জুড়ে করুন সুরে পাকি নত শিরে।

খুকু আঁকে রাত্রি শেষে নতুন দিনের রবি

আবীর রংয়ে ভেসে ওঠে বাংলাদেশের ছবি।

পূর্ববর্তী নিবন্ধদেশকে নিয়ে স্বপ্ন দেখি
পরবর্তী নিবন্ধউত্তর সর্ত্তায় গণশিক্ষা স্কুলে আলোচনা সভা